পড়তে বসতে বলায় ভারতীয় অভিনেত্রীর ছেলের আত্মহত্যা

by Nur Alam Khan

গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়াকে কেন্দ্র করে মায়ের সঙ্গে তর্ক-বিতর্কের জেরে মুম্বাইয়ে এক ১৪ বছর বয়সী কিশোর আত্মহত্যা করেছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, গুজরাট ইন্ডাস্ট্রির ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আরতি মাকওয়ানার ১৪ বছর বয়সী ছেলে পান্ত মাকওয়ানা।

বিজ্ঞাপন
banner

পুলিশ সূত্রে জানা গেছে, কান্দিভ্যালির ব্রুক বিল্ডিংয়ের ৫১তম তলায় পরিবারটি বসবাস করত। গত বুধবার সন্ধ্যায় ছেলেটি তার অ্যাপার্টমেন্ট থেকে কয়েক তলা নিচে নেমে আসে এবং সেখান থেকে ঝাঁপ দেয়।

পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে আরতি মাকওয়ানা জানিয়েছেন, সন্ধ্যা ৭টার দিকে তিনি তার ছেলেকে গৃহশিক্ষকের কাছে পড়তে যেতে বলেন। প্রথমে অনিচ্ছা প্রকাশ করলেও, কয়েকবার বলার পর ছেলেটি বাড়ি থেকে বের হয়।

এর কয়েক মিনিট পরই বাড়ির দারোয়ান এসে অভিনেত্রীকে জানান যে তার ছেলে বিল্ডিং থেকে পড়ে গেছে। নিচে ছুটে গিয়ে অভিনেত্রী দেখেন, তার ছেলে রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে। এই ঘটনায় একটি আকস্মিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, পরিবারের প্রাথমিক বিবৃতিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি, তবে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। এই মর্মান্তিক ঘটনা মুম্বাইয়ে আলোড়ন সৃষ্টি করেছে এবং কিশোরের মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222