আমিরুল ইসলাম লুকমান >>
ভারতের তিহার জেলে বন্দি কুখ্যাত গ্যাংস্টার অমিত ওরফে ‘দবাং’-কে আজ বিয়ের জন্য ৫ ঘণ্টার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) ডেইলি জং সূত্রে জানা গেছে, দিল্লির ‘টিল্লু তাজপুরিয়া গ্যাংয়ের’ কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ এই সদস্যের বিয়ের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে নরেলা এলাকার তাজপুর গ্রামে, যেখানে কড়া পুলিশি নিরাপত্তা জারি করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, টিল্লু গ্যাংয়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত তাজপুর গ্রামেই বিয়ের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্য গ্যাং সদস্যদেরও উপস্থিত থাকার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জানা যায়, ২০২৩ সালে তিহার জেলের মধ্যেই গ্যাং প্রতিদ্বন্দ্বীতার জেরে গোগি গ্যাংয়ের হাতে খুন হন টিল্লু গ্যাংয়ের প্রধান সুনীল বালিয়ান ওরফে টিল্লু তাজপুরিয়া। তার মৃত্যুর পর গ্যাংয়ের নেতৃত্ব নেয় অমিত। ২০২০ সালে দিল্লি পুলিশ অমিতকে গ্রেপ্তার করে। তার নামে ২ লাখ রুপি পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।
অমিতের বিরুদ্ধে গোগি গ্যাংয়ের এক সদস্যকে হত্যার পরিকল্পনার অভিযোগ রয়েছে এবং বর্তমানে অমিত তিহার জেলেই বন্দি।
এদিকে তিহার জেলের মতো উচ্চ নিরাপত্তাবেষ্টিত কারাগার থেকে এমন একজন কুখ্যাত অপরাধীর প্যারোলে মুক্তি এবং বিয়ের অনুমতি পাওয়া ঘিরে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।
সূত্র: ডেইলি জং।
এআইএল/