পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ছড়িয়ে দিতে মসজিদ নির্মাণের গুরুত্ব অপরিসীম: উপদেষ্টা

by Nur Alam Khan

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কোনো ষড়যন্ত্র নয়, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে জাতীয় সংসদ নিবার্চন অনুষ্ঠিত হবে। নিবার্চন করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

শনিবার (৫ জুলাই) সকালে বান্দরবান মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি ফলক উন্মোচনকালে একথা বলেন তিনি।

বিজ্ঞাপন
banner

ধর্ম উপদেষ্টা আরও বলেন, মসজিদের মাধ্যমে নৈতিকতা, মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে পারবো। যত বেশি মসজিদ হবে, মানুষ তত বেশি নামাজি হবে।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক আব্দুস ছালাম খান, প্রকল্প পরিচালক মো. শহিদুল আলম, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, উপ-প্রকল্প পরিচালক ফেরদেসৗ উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক এস, এম মনজুরুল হক, ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক মো. সেলিম উদ্দিন, জেলা জামায়াত আমির এসএম আব্দুচ ছালাম আজাদ, নায়েবে আমির আবুল কালাম, জেলা বিএনপি নেতা জসিম উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতা কাজী মো. মজিবর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বান্দরবান শহরের প্রবেশ মুখ মেঘলায় ৪৩ শতাংশ জায়গার উপর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন উপদেষ্টা।

প্রসঙ্গত, বান্দরবান জেলা মডেল মসজিদ নির্মাণে জায়গা জটিলতার কারণে দীর্ঘদিন কাজ শুরু করতে পারেনি গণপূর্ত বিভাগ।

এর আগে গত ২০ অক্টোবর ধর্ম উপদেষ্টা জটিলতা নিরসনে সরেজমিন পরিদর্শন করেন। পরবর্তী নানা উদ্যোগের পর প্রশাসনের বিভিন্ন বিভাগের সহযোগিতায় দৃশ্যমান জায়গায় মসজিদ নির্মাণ হতে যাচ্ছে।

এআইএল/

 

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222