ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে।
শুক্রবার (৪ জুলাই) নিজেদের দাপ্তরিক ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে তারা।
ওয়েবসাইটে হামাস বলেছে, গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন থামাতে সর্বশেষ যে প্রস্তাবটি মধ্যস্থতাকারীরা দিয়েছেন—সেটি নিয়ে নিজেদের মধ্যে এবং নিজেদের মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা শেষ করেছি আমরা।
হামাস বলছে, আমাদের ভাতৃপ্রতিম মধ্যস্থতাকারীদের ইতোমধ্যে আমরা জানিয়েছি যে আমরা প্রস্তাবটিকে খুবই ইতিবাচক বলে মনে করছি। নতুন এই প্রস্তাবের ফ্রেমওয়ার্কের আওতায় আলোচনাপর্ব শুরু করতে হামাস পুরোপুরি প্রস্তুত।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি বাহিনীর অভিযানে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ১৩৮ জন এবং আহত হয়েছেন আরও ৬২৫ জন। এনিয়ে গত ২১ মাসে মোট নিহতের সংখ্যা ৫৭ হাজার ২৬৮ জন এবং আহতের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ১৭৩ জনে পৌঁছেছে।
গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প। সেই প্রস্তাবে বলা হয়েছে, গাজায় ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি হবে। বিরতির এই সময়ে সেখানে অভিযান বন্ধ রাখবে ইসরাইলি বাহিনী এবং গাজায় বন্দি ইসরাইলি জিম্মিদের মধ্যে এখনও যারা জীবিত আছেন— তাদের সবাইকে এই সময়সীমা শেষ হওয়ার আগেই মুক্তি দিতে হবে। পাশাপাশি যুদ্ধবিরতির ৬০ দিনে গাজায় খাদ্য ও ত্রাণবাহী ট্রাকের প্রবেশ বৃদ্ধি করা হবে এবং গুরুতর অপরাধী নন কিন্তু ইসরাইলি কারাগারে বন্দি আছেন— এমন সব ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে ইসরাইল।
সূত্র: রয়টার্স।
এআইএল/