আমিরুল ইসলাম লুকমান >>
অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে অল্প সময়ের ব্যবধানে একটি ঐতিহাসিক ইহুদি উপাসনালয় ও একটি ইসরায়েলি রেস্তোরাঁতে হামলা চালিয়েছে অজ্ঞাত হামলাকারীরা।
শনিবার (৫ জুলাই) এক্সপ্রেস নিউজ সূত্রে আন্তর্জাতিক সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, ওই ইহুদি উপাসনালয়ে তখন বহু মানুষ প্রার্থনার জন্য জড়ো হয়েছিলেন। সেই সময়ে কেউ একজন সেখানে দাহ্য পদার্থ ছুড়ে মারলে একাংশে আগুন ধরে যায় এবং ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
উপাসনালয়ের কাছেই অবস্থিত একটি ইসরায়েলি রেস্তোরাঁতেও একই সময়ে হামলা চালানো হয়। হামলাকারীরা রেস্তোরাঁটি ভাঙচুর করে এবং আগুন ধরানোর চেষ্টা করে।
পুলিশ জানিয়েছে, এই দুটি হামলার পেছনে যারা রয়েছে, তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা শ্বেতাঙ্গ এবং আনুমানিক ৩০ বছর বয়সী।
হামলার ভিডিও সিসিটিভিতে ধারণ করা হয়েছে এবং পুলিশ অপরাধীদের শনাক্ত ও আটকে কাজ করছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেস্তোরাঁয় হামলার সময় একজন তরুণকে পুলিশ ঘটনাস্থল থেকে আটক করেছে।
এই ঘটনাগুলোর পর মেলবোর্নের ইহুদি সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানায়।
প্রতিবাদকারীরা বলেন, রেস্তোরাঁয় হামলার পেছনে মূল কারণ ছিল এর এক মালিক অতীতে ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’-এর মুখপাত্র হিসেবে কাজ করেছে।
অভিযোগ আছে, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় গাজায় খাদ্য ও ত্রাণ সরবরাহ করার নামে ফিলিস্তিনিদের হত্যার কাজে সাহায্য করছে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় প্রায় ১ লাখ ২০ হাজারেরও বেশি ইহুদি নাগরিক বসবাস করেন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের লাগাতার বিমান হামলার পর থেকে দেশটির বিভিন্ন ইহুদি স্কুল, বসতবাড়ি ও উপাসনালয়ে হামলার ঘটনা বেড়েছে।
সূত্র: আল-আরাবিয়া ও এক্সপ্রেস নিউজ।
এআইএল/