২০১৩ সালে শাহবাগে সবচেয়ে বড় মব হয়েছিল: উপ-প্রেসসচিব

by Nur Alam Khan

‘বাংলাদেশের ইতিহাসে ২০১৩ সালে সবচেয়ে বড় ‘রাজনৈতিক মব’ হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার।

আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, ‘বাংলাদেশের ইতিহাসে ২০১৩ সালে সবচেয়ে বড় রাজনৈতিক মব হয়েছে শাহবাগে, যখন অনেকগুলো মানুষ, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক একত্রিত হয়ে আইন পরিবর্তন করতে সরকারকে বাধ্য করেছিল, বিচার বিভাগকে রায় পরিবর্তন করতে বাধ্য করেছিল।’

বিজ্ঞাপন
banner

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশে মব অনেক আগে থেকেই ছিল উল্লেখ করে আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, মব শব্দটা বাংলাদেশে অনেক আগে থেকেই আছে।

আমি ২০২৩ সালে আইন ও সালিশ কেন্দ্রের একটা রিপোর্ট দেখেছিলাম,  সেখানে বলা হয়েছে, ২০২৩ সালে মবে বাংলাদেশে ৫১ জন মারা গেছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্তও একই মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী মবে ৩২ জন মারা গেছে।

আমি বলছি না ওই সময় মারা গেছে বলে এখন কোনো মানুষ মারা যাবে, এটা জাস্টিফাই। মব কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।

যার দ্বারাই সংঘটিত হোক, সেটাকে অবশ্যই আমরা নিন্দা জানাই। শুধু নিন্দা না, আমরা যেহেতু সরকারে কাজ করছি, যারা দায়িত্বশীল আছে, তাদের সব সময় চেষ্টা করছি মবের বিরুদ্ধে সক্রিয় রাখতে।

পুলিশের কর্মকাণ্ডের নিয়মিত হিসাব নেওয়া হচ্ছে জানিয়ে আবুল আলাম আজাদ বলেছেন, আজ (শনিবার, ৫ জুলাই) সারা দেশে ১৫৪২ জনকে বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা হয়তো মনে করছেন, পুলিশ নিষ্ক্রিয় আছে, কাজ করছে না, এ কারণে ঘটনাগুলো ঘটছে।

বিষয়টা কিন্তু ওই রকম না, আমরা পুলিশের সঙ্গে নিয়মিত কথা বলছি,  তাদের কাছ থেকে নিয়মিত কর্মকাণ্ডের হিসাব-নিকাশও পাচ্ছি, অনেক ক্ষেত্রে চেয়ে নিচ্ছি।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222