উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর নির্যাতন ও হত্যাকাণ্ড মামলার অন্যতম আসামি ইরফানুল হক গাজী সিয়ামকে (২০) গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ।
গতকাল রবিবার (৬ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর তুরাগ থানার ভাটুলিয়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তুরাগ থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, উত্তরা পশ্চিম থানায় করা হত্যা মামলার আসামি সিয়াম।
ছাত্র আন্দোলনের সময় সিয়ামের অস্ত্রধারী ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।
তিনি বলেন, ছবিতে দেখা যায়, সে দেশীয় অস্ত্র হাতে ছাত্র জনতার ওপর হামলা চালাচ্ছে।
ওসি মনির আরও বলেন, গোপন সূত্রে জানা যায় যে, ইরফানুল হক গাজী সিয়াম তুরাগ এলাকায় আত্মগোপনে রয়েছে। ঔ খবর পেয়ে ওসি (অপারেশন) মো. টোকোনুজ্জামানকে সাথে নিয়ে রাতেই তিনি অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরবর্তীতে তাকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
গত বছরের ২ আগস্ট উত্তরা এলাকায় ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলা চালায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা কর্মীরা। ওই হামলায় একজন ছাত্র নিহত হন এবং কয়েকজন আহত হন।
হামলার সময়কার বেশকিছু ছবি গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এআইএল/