বিশ্ব মঞ্চের বড় সম্মেলনে বারবার কূটনৈতিক পরাজয় মোদি সরকারের

পাকিস্তান-ভারত ইস্যু

by Nur Alam Khan

ব্রাজিলে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে ভারত একটি বড় কূটনৈতিক ধাক্কা খেয়েছে। সম্মেলনের ঘোষণাপত্রে পহেলগামের ঘটনাটির নিন্দা করা হয়েছে, তবে ভারত সরকারের জোর চেষ্টার পরও পাকিস্তানের নাম সেখানে উল্লেখ করা হয়নি।

সোমবার (৭ জুলাই) এক্সপ্রেস নিউজ সূত্রে জানা যায়, সম্মেলনের প্রতিবেদন অনুযায়ী, ভারত চেয়েছিল ঘোষণায় পহেলগাম হামলার জন্য দোষী করে পাকিস্তানের নাম অন্তর্ভুক্ত করা হোক। কিন্তু তা সফল হয়নি, ফলে ব্রিকস ঘোষণাপত্রে ভারতের কূটনৈতিক পরাজয় স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। ঘোষণাপত্রে ভাষা সম্পূর্ণ নিরপেক্ষ রাখা হয়েছে।

বিজ্ঞাপন
banner

গুরুত্বপূর্ণ বিষয় হল, এবারের ব্রিকস সম্মেলনে দুই গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রপ্রধান—চীন ও রাশিয়ার নেতা—উপস্থিত ছিলেন না। ২০১২ সালের পর এই প্রথম চীনা প্রেসিডেন্ট এমন গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নেননি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অংশ নেননি। এ ঘটনা স্পষ্ট প্রমাণ করে যে, চীন ও রাশিয়া ভারতের অবস্থানকে সমর্থন করছে না। এটি প্রথমবার নয় যে, ভারত এমন কূটনৈতিক ব্যর্থতার মুখোমুখি হলো।

ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স (FATF)-তেও ভারতের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। পাকিস্তানকে ‘গ্রে লিস্টে’ রাখার জন্য ভারতের প্রচারণা কার্যকর হয়নি।

এর আগে কোয়াড জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ঘোষণাপত্রেও ভারত ব্যর্থ হয়। সেখানে পহেলগাম হামলার নিন্দা করা হলেও পাকিস্তানের নাম উল্লেখ করা হয়নি।

২৬ জুন সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) সম্মেলনেও ভারতকে অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। ঐ ঘোষণাপত্রেও পাকিস্তানবিরোধী ভারতের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

পহেলগাম হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করার চেষ্টা করলেও কোনো দেশ ভারতকে প্রকাশ্যে সমর্থন করেনি।

সূত্র: এক্সপ্রেস নিউজ।

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222