আ’লীগ বাদে অন্যদলগুলোকে হিসাব দাখিলে ইসির চিঠি

by Nur Alam Khan

পতিত বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া নিবন্ধিত অন্যান্য দলগুলোকে গত বছরের (২০২৪ সাল) আয়-ব্যয়ের হিসাব দিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি সচিব বলেন, নিবন্ধিত দলগুলোকে আয়-বয়ের হিসাব চেয়ে চিঠি দেয়া হয়েছে। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিতে চিঠি দেয়া হয়নি।

বিজ্ঞাপন
banner

রাজনৈতিক দল নিবন্ধন শর্ত অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। বর্তমানে ইসিতে আওয়ামী লীগসহ নিবন্ধিত দল ৫১টি।

গত বছর হিসাব জমা দেয়ার পর আওয়ামী লীগের তহবিল একশ’ কোটিতে পৌঁছেছে বলে জানিয়েছিলেন দলটির কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান। এদিকে বিএনপি আয় ব্যয়ের পর পাঁচ লাখ টাকা ঘাটতিতে ছিল বলে জানা গেছে। আর জাতীয় পার্টির চেয়ারম্যার জিএম কাদের জানিয়েছিলেন, তাদের তহবিল দাঁড়িয়েছে দুই কোটি নয় লাখ ৬১ হাজার ৩০৬ টাকায়।

এনআর/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222