জাতিসংঘ অফিস স্থাপনের প্রতিবাদে শুক্রবার হেফাজতের বিক্ষোভ, প্রস্তুতি সভা অনুষ্ঠিত

by hsnalmahmud@gmail.com

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের আঞ্চলিক অফিস স্থাপনের ঘোষণার প্রতিবাদে আগামী শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরী।

এ উপলক্ষে আজ সোমবার (৭ জুলাই) বাদ মাগরিব রাজধানীর দিলু রোড মাদ্রাসায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুফতি আজহারুল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মুফতি সালাহউদ্দিন।

বিজ্ঞাপন
banner

সভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা ফয়সাল আহমদ, মুফতি শরীফুল্লাহ, মাওলানা রাশেদ বিন নূর, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি সুলতান আহমদ, মাওলানা শামসুদ্দীন বড়াইলী, মুফতি আল-আমিন, মুফতি সানাউল্লাহ খান, মাওলানা আব্দুল্লাহ মাসউদ খান, মুফতি এহতেশামুল হক সাখী, মাওলানা জুবায়ের রশিদ এবং মাওলানা হাকিম আজহারুল ইসলাম নোমানী প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, জাতিসংঘের মানবাধিকার অফিস প্রতিষ্ঠা জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সাংবিধানিক কাঠামোর পরিপন্থী। এটি দেশের আদালত, আইনশৃঙ্খলা বাহিনী এবং সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রের অংশ বলেও তারা মন্তব্য করেন।

তারা আরও বলেন, জাতিসংঘের মানবাধিকার সংস্থা অতীতে মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি একপেশে ও পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। ফলে বাংলাদেশে তাদের আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা একটি গভীর আন্তর্জাতিক চক্রান্তেরই অংশ বলেই তারা মনে করেন।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222