মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার তাগিদ প্রধান উপদেষ্টার

by hsnalmahmud@gmail.com

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কার্যক্রমে পক্ষপাতহীনভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজ সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন
banner

বৈঠকে উপদেষ্টা ফারুক-ই-আজম অভিযোগ করে বলেন, “মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কোটি কোটি টাকা ব্যয়ে নানা অবকাঠামো নির্মাণ করলেও সেখানে মুক্তিযুদ্ধের মূল ইতিহাস, রণাঙ্গনের বর্ণনা কিংবা প্রকৃত মুক্তিযোদ্ধাদের কাহিনি তুলে ধরা হয়নি। বরং কেবল একটি পরিবারের ছবি ও সরঞ্জাম দিয়ে অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে।”

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন’ শীর্ষক একটি গবেষণা প্রকল্পে **২৩ কোটি টাকা ব্যয় ধরা হলেও প্রকৃত গবেষণার তেমন কোনো ফল নেই।’

ফারুক-ই-আজম আরও অভিযোগ করেন, “শেখ হাসিনার আমলে মুক্তিযোদ্ধাদের দলীয়করণ করা হয়েছিল।” তাদের জন্য বরাদ্দ সম্পত্তি ও সুযোগ-সুবিধা দলীয়করণ করে ব্যবহার করা হয়েছে, এমনকি মুক্তিযোদ্ধাদের অবকাঠামো ব্যবহার করে আওয়ামী লীগের রাজনীতি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতায় থাকা মূল্যবান সম্পত্তিগুলো নিয়েও আলোচনায় উঠে আসে। এই সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করতে দ্রুত একজন পরামর্শক নিয়োগ ও পরবর্তীতে একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “ট্রাস্টের সম্পদে কী কী উদ্যোগ নেওয়া যেতে পারে, তা নির্ধারণ করে ট্রাস্টকে পুনর্জীবিত করতে হবে।”

সভায় আগামী ছয় মাসে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা এবং বর্তমান সরকারের সময়ে গৃহীত কার্যক্রম প্রধান উপদেষ্টার সামনে উপস্থাপন করা হয়।

বৈঠকের শেষভাগে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত না করে নিরপেক্ষভাবে উপস্থাপন করতে হবে। এজন্য সকল প্রকল্প ও উদ্যোগের ক্ষেত্রে ঐতিহাসিক সত্য ও গবেষণাভিত্তিক দৃষ্টিভঙ্গি অবলম্বন করতে হবে।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222