বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রশাসনিক স্থবিরতা ও অপশক্তির মদদেই সমাজে ‘মব কালচার’-এর বিস্তার ঘটছে। এর পেছনে অবৈধ অর্থ ও গোপন ষড়যন্ত্র কাজ করছে বলে অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার (৮ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, “স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে প্রযুক্তির অপব্যবহার করে বিএনপির নামে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে কৃত্রিম অস্থিরতা তৈরি করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা হচ্ছে।”
রিজভী অভিযোগ করেন, এই পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন পেছানোর একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা চলছে। তিনি বলেন, “শেখ হাসিনার শাসনামলে যেমন অদ্ভুত উন্নয়নের গল্প শোনানো হয়েছে, এখন তেমনি নির্বাচন পেছানোর নানা ধরনের যুক্তি দাঁড় করানো হচ্ছে।”
তিনি আরও জানান, বিএনপির নাম ভাঙিয়ে যারা কোনো অপকর্মে জড়িয়ে পড়ছে, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হাআমা/