গাজায় যুদ্ধে অনিচ্ছুক ইসরাইলি সেনারা, গুলি করে আহত করছে নিজেদের

by Nur Alam Khan

আমিরুল ইসলাম লুকমান >>
গাজায় চলমান যুদ্ধ ইসরায়েলি সেনাদের মধ্যে চরম মানসিক ও শারীরিক চাপ তৈরি করেছে। এমন পরিস্থিতিতে অনেকে গাজায় যুদ্ধ করতে যাওয়া এড়াতে নিজেদেরই ইচ্ছাকৃতভাবে আহত করছে বলে জানিয়েছে ইসরায়েলি মায়েদের কল্যাণমূলক একটি সংগঠন।

মঙ্গলবার (৮ জুলাই) এক্সপ্রেস নিউজ সূত্রে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, গাজায় দীর্ঘদিন ধরে চলমান আগ্রাসনে অংশগ্রহণের ফলে সেনাদের মধ্যে হতাশা, বিষণ্নতা, অনিদ্রা, ক্ষুধামন্দা ও মানসিক অবক্ষয়ের মতো জটিলতা দেখা দিচ্ছে। এতে আত্মহত্যা ও আত্ম-আঘাতের প্রবণতা বাড়ছে, যা এখন একটি সাধারণ আত্মঘাতি প্রবণতায় রূপ নিয়েছে।

বিজ্ঞাপন
banner

মায়েদের সংগঠনটি সরকারের পলিসির প্রতি অভিযোগ তুলে জানিয়েছে, অনেক সেনা যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসার পর ইচ্ছাকৃতভাবে নিজেদের আঘাত করছে যেন তাদের আবার গাজায় না পাঠানো হয়। কিন্তু তারপরও সেনাদের আবারও গাজায় পাঠানো হচ্ছে, যা সংগঠনের ভাষায়, ‘সরাসরি অমানবিকতা’।

সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আমাদের সন্তানেরা আর মানসিক ও শারীরিক ক্ষতি সহ্য করতে পারছে না। অনেক তরুণ এখন ‘bleak’ মানসিক অবস্থায়, অর্থাৎ চরম হতাশা ও বিষণ্নতায় ভুগছে। তাদের আবার যুদ্ধক্ষেত্রে পাঠানো তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করা।’

মায়েদের এই সংগঠন সরকারকে আহ্বান জানিয়েছে, যুদ্ধক্ষেত্রে থাকা সৈন্যদের দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তাদের পুনর্বাসন ও মানসিক স্বাস্থ্য সহায়তার দিকে মনোযোগ দেওয়া হোক।

তবে, এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও কোনো মন্তব্য করেনি।

সূত্র: এক্সপ্রেস নিউজ।

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222