জনতার অধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে’ এনসিপি দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে। এই কর্মসূচির অংশ হিসেবেই নেতারা কুষ্টিয়ার বিভিন্ন উপজেলা ও শহরে পথসভা ও পদযাত্রায় অংশ নিচ্ছেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার অসম চুক্তি ও পানি আগ্রাসন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামের গোরস্থানে পৌঁছান তারা। সেখানে আবরারের কবর জিয়ারত করার পর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
আবরারের বাবা বরকত উল্লাহ ও মা রোকেয়া খাতুনের সঙ্গে নেতারা মতবিনিময় করেন। জিয়ারতের পর এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং পরে স্থানীয়দের সঙ্গেও মতবিনিময় করেন। এরপর দুপুর ১টা ২৮ মিনিটে তারা কুষ্টিয়া শহরের উদ্দেশে রওনা হন। সেখানে পদযাত্রা শেষে তাদের মেহেরপুর যাওয়ার কথা রয়েছে।
‘জনতার অধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে’ এনসিপি দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে। এই কর্মসূচির অংশ হিসেবেই নেতারা কুষ্টিয়ার বিভিন্ন উপজেলা ও শহরে পথসভা ও পদযাত্রায় অংশ নিচ্ছেন।
তারা এর আগে সোমবার (৭ জুলাই) রাত ১০টায় পাবনায় পথসভা ও পদযাত্রা করেন এবং সেখান থেকে রাত ১২টা ৫৫ মিনিটে কুষ্টিয়া শহরে পৌঁছান। পরে তারা এক অভিজাত আবাসিক হোটেলে রাত যাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এছাড়াও এনসিপির অঙ্গসংগঠন যুব শক্তি ও শ্রমিক উইং-এর কেন্দ্রীয় নেতারা এবং কুষ্টিয়া জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে ডেকে নিয়ে আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে সংগঠনের ক্যাডাররা। পরে রাত ৩টার দিকে শেরেবাংলা হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সারাদেশে তীব্র নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে। মামলা হয় এবং তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ নভেম্বর ডিবি পুলিশ ২৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়। ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগ গঠন করা হয়।
এনআর/