রাতের আঁধারে ভারতে পলায়ন, সীমান্ত পেরিয়ে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

by hsnalmahmud@gmail.com

আত্মগোপনের পর হুমকির মুখে প্রাণ বাঁচাতে রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন পাবনার আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নজরুল ইসলাম সোহেল। তবে ভারতে পৌঁছেও শেষরক্ষা হয়নি; পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে রানীতলা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, সোমবার গভীর রাতে হরিরামপুর ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি পাবনা সদর উপজেলার কাছারিপাড়া গ্রামের বাসিন্দা এবং আওয়ামী লীগের সাবেক জেলা পরিষদ সদস্য। শেখ হাসিনার ঘনিষ্ঠ বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন
banner

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম বলেন, “শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই আমি চরম প্রতিহিংসার শিকার। হামলা, হুমকি, এমনকি প্রাণনাশের আশঙ্কায় এলাকা ছাড়তে বাধ্য হয়েছি।” তিনি আরও জানান, ভারতে এসে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তিনি।

রানীতলা থানার ওসি অর্জিত ঘোষের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। নজরুলের এই অনুপ্রবেশে সীমান্ত অঞ্চলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।

তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট ও পাসপোর্ট আইনে একাধিক ধারায় মামলা হয়েছে। তাকে মঙ্গলবার লালবাগ মহকুমা আদালতে হাজির করার কথা রয়েছে।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222