সুরঞ্জিত-জয়ার ‘ডান হাত’ উপজেলা আ.লীগ সা: সম্পাদক প্রদীপ গ্রেপ্তার

by amirulislamluqman20@gmail.com

সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট নগরীর সুবিদবাজার এলাকার লন্ডনি রোডের একটি ভাড়া বাসা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে। পরে খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।

বিজ্ঞাপন
banner

দিরাই উপজেলার কুখ্যাত নেতা, একাধিক হত্যা, চাঁদাবাজি, জলমহাল দখলসহ বেশ কয়েকটি মামলার আসামি প্রদীপ রায়। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান।

প্রদীপ রায় দীর্ঘদিন ধরে দিরাই-শাল্লার রাজনৈতিক-প্রশাসনিক ছায়াশাসক হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সুরঞ্জিত সেন গুপ্ত ও জয়া সেন গুপ্তর ‘ডান হাত’ হিসেবে স্থানীয়ভাবে ব্যাপক প্রভাব বিস্তার করেন।

জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ জানান, স্থানীয়দের সহায়তায় প্রদীপ রায়কে আটক করতে সক্ষম হই। তার বিরুদ্ধে সুনামগঞ্জে একাধিক মামলা রয়েছে। তাকে সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222