ফজলুর রহমানকে এবার থামতে বললেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক

by amirulislamluqman20@gmail.com

কিশোরগঞ্জে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে ছাত্রদল নেত্রীর ফেসবুকে পোস্ট করার পর এবার পোস্ট করেছেন আরেক নেতা হাজী ইসমাইল মিয়া। তিনি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সাধারণ সম্পাদক।

এর আগে ফজলুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট করেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভানেত্রী নুসরাত জাহান।

বিজ্ঞাপন
banner

বুধবার (৯ জুলাই) বেলা ১০ টায় তার ফেসবুকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে সতর্ক করে পোস্ট করে হাজী ইসরাইল মিয়া বলেন, ‘প্লিজ! ভাই এবার থামুন!

অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে অনুরোধ করে বলছি আপনি এবার থামুন। আপনি ভালো বলতে পারেন সেটা কিশোরগঞ্জসহ দেশবাসী ভালো করেই জানেন। এটা আপনার গুণ। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। এর জন্য আপনাকে সহস্রবার স্যালুট করি। কিন্তু আপনার সাবেক দলের নেতার প্রতি দেওয়া অতিভক্তিপূর্ণ বক্তব্য এখন মানুষের সহ্যসীমা লংঘন করছে। আপনি যাকে দেবতূল্য বানাবার আপ্রাণ চেষ্টা করছেন তিনিই এই সর্বপ্রথম জাতীর সাথে চরম বিশ্বাসঘাতকতা করে চরম দুঃসময়ে সমগ্র নিরস্ত্র জাতিকে অস্ত্রের মুখে ঠেলে দিয়ে নিজের এবং পরিবারের সবাইকে সুরক্ষা করেছিলেন। ৩০ লাখ শহীদের রক্ত দুই লাখ মা বোনের সম্ভ্রমে কেনা স্বাধীনতা এবং গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় বাকশাল গঠন করেছিলেন। মানুষের ভোট এবং ভাতের অধিকার হরণ করেছিলেন। সংবাদ পত্রের স্বাধীনতা রহিত করেছিলেন। অন্যায়ের বিরুদ্ধে সভা সমাবেশ প্রতিবাদ প্রতিরোধের সকল পথ বন্ধ করে দিয়ে এক নেতার এক দেশ এই জুলুমের রাজত্ব কায়েম করেছিলেন।

বিএনপির দ্বায়ীত্বশীল কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে অনতিবিলম্বে ফজলুর রহমানের সাম্প্রতিক রাজনৈতিক ভূমিকা এবং বক্তব্যের বিষয়ে একটা সুস্পষ্ট সিদ্ধান্তে আসা উচিৎ বলে আমিসহ আমার মত লক্ষ কোটি নেতা কর্মী সমর্থক মনে করে। অন্যথায় অনাকাঙ্ক্ষিত বড় ধরনের ভোট বিপর্যয় আমাদের জন্য অপেক্ষা করছে এতে কোন সন্দেহ নেই। সময় থাকতেই সাবধান হওয়া উচিৎ বলে মনে করছি বিধায় এই লেখার অবতারণা।’

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222