জুরাইনে অস্ত্রসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

by amirulislamluqman20@gmail.com

রাজধানীর জুরাইনে অস্ত্রসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ সময় তাদেরে কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

এক বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার (৮ জুলাই) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে র‌্যাব-১০ এর আভিযানিক দল একটি পরিত্যক্ত বাসায় এ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন
banner

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলো জুরাইন মিষ্টির দোকানের মো. শাকিল, বৌ বাজারের রুবেল ও মোক্তার ভউয়া।

র‌্যাব-১০ সূত্রে জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার অবৈধ মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। তারা বেশ কিছুদিন ধরে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন জুরাইন বৌবাজারসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার আধিপত্যসহ চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেপ্তার আসামি শাকিলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯ টি মাদক মামলা এবং রুবেলের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222