ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের বিষয়ে মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় রাশিয়ার হামলায় ইউক্রেনের ১,৩০৫ জনেরও বেশি সৈন্য নিহত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের বিভিন্ন শহরে রাশিয়া হামলা করেছে এবং এটিই ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় হামলা, যেখানে ৭২৮টি ড্রোন এবং তেরটি ক্রুজ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভে আরও অস্ত্র পাঠানো হবে বলার পর রাতভর রাশিয়া এই হামলা চালিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ান বাহিনী গত দিনে ইউক্রেনের ১৩৩টি স্থানে সেনা অবস্থানে এবং প্রতিরক্ষা শিল্পের গ্যাস ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে।
পাশাপাশি রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী গত দিনে ২০২টি ইউক্রেনীয় ড্রোন (ইউএভি) এবং চারটি স্মার্ট বোমা গুলি করে ভূপাতিত করেছে।
সব মিলিয়ে বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে রাশিয়ার সশস্ত্র বাহিনী ৬৬৩টি ইউক্রেনীয় যুদ্ধবিমান, ২৮৩টি হেলিকপ্টার, ৬৮,২৫১টি ড্রোন, ৬১৪টি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ২৪,১৬২টি ট্যাঙ্ক ও অন্যান্য সাঁজোয়া যুদ্ধযান, ১,৫৭৬টি মাল্টিপল রকেট লঞ্চার, ২৭,১২৯টি ফিল্ড আর্টিলারি বন্দুক ও মর্টার এবং ৩৭,৮৩২টি বিশেষ সামরিক মোটরযান ধ্বংস করেছে।
সূত্র: তাস।
এআইএল/