বিএনপির কী গুণ-নয় মাসে দেড়শো খুন, চাঁদা তোলে পল্টনে-চলে যায় লন্ডনে: মুফতি ফয়জুল করীম

by amirulislamluqman20@gmail.com

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, সবাই সংসদে যাওয়ার উত্তম পদ্ধতি পিআর। পিআর সিস্টেমে সংখ্যানুপাতিক হারে নির্বাচন হয়। তাহলে সকল আদর্শের মানুষ সংসদে যেতে পারবে, সকল দাবি-দাওয়া সংসদে পেশ করতে পারবে, রাস্তায় হরতাল করতে হবে না।

বুধবার (৯ জুলাই) বিকেলে কুষ্টিয়ার কুমারখালীর পৌর বাস টার্মিনাল এলাকায় এক গণ সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন
banner

প্রধান অতিথির বক্তেব্যে তিনি বলেন, ‘সংস্কার, বিচার ও নির্বাচন’ এই তিনটি দাবিতে আমরা আন্দোলন করেছিলাম। বাংলাদেশের মানুষ ব্যবসা করতে পারছে না। দেখেন পাবলিক বলছে, আমি বলছিনা, বিএনপির কি গুণ, নয় মাসে দেড়শো খুন। চাঁদা তোলে পল্টনে, চলে যায় লন্ডনে। এগুলো দেখার জন্য কি আমরা আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম। আমরা দেশে শান্তি চাই। সবার অধিকার বাস্তবায়ন হোক, এটা চাই।

ইসলামী আন্দোলন বাংলাদেশের খোকসা উপজেলা শাখার সভাপতি আনোয়ার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গণ সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল আকরাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম প্রমুখ।

এ সময় ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহমদ আলী, সেক্রেটারী জিএম তাওহীদ আনোয়ারসহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222