গণঅভ্যুত্থানে আলেমদের আত্মত্যাগ স্বীকার না করা বাংলাদেশবিরোধী চক্রান্তের অংশ

by amirulislamluqman20@gmail.com

গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতা ও আলেমদের নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার ডাক দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থানে যুব আলেমদের অবদান’ শীর্ষক এক সেমিনারে এ আহ্বান জানান বক্তারা।

বিজ্ঞাপন
banner

হেফাজতে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একদল যুবক পেয়েছি, যারা দেশ নিয়ে ছিনিমিনি খেলবে তাদের শায়েস্তা করতে পারবে। আলেমদের ভূমিকা রাজনৈতিক দলগুলো স্বীকার করতে চায় না, এনসিপি করছে। আলেমরা যুবকদের পাশে অতীতেও ছিল, আগামীতেও যেকোনো প্রয়োজনে পাশে থাকবে। নতুন বাংলাদেশ গড়তে আমাদের শক্তি সঞ্চয় করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে।

জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন, গত ১৫ বছরে কত আলেম-যুবক প্রাণ হারিয়েছে, তাদের নাম আমরা জানি না। জুলাই গণঅভ্যুত্থানে কত যুব আলেম শহীদ হয়েছেন, তাদের তথ্য আমাদের কাছে নেই। আলেমদের সমাজে নেতৃস্থানীয় পর্যায়ে আসতে হবে।

চাঁদাবাজির বিরুদ্ধে আলেম সমাজ কেন কথা বলে না, সেই প্রশ্ন রেখে তিনি বলেন, চকবাজারে চাঁদা না দেওয়ায় লাল চাঁদকে নতুন বাংলাদেশে নির্মমভাবে হত্যা করা হলো। এই ঘটনায় আলেম সমাজ কেন কথা বললো না? সব আলেম বিবৃতি দিলে এই হত্যায় জড়িত যুবদলের নেতাদের হৃৎপিণ্ড কেঁপে উঠতো। আলেমদের এই ভূমিকা জাতির সামনে আসুক, আমরা দেখতে চাই।

সংস্কার, বিচার ও জুলাই ঘোষণাপত্র জারির দাবি জানিয়ে তারিকুল ইসলাম বলেন, বিএনপি ফাঁকা মাঠে গোল দিতে নির্বাচন নির্বাচন করছে। কিন্তু শুধু নির্বাচনের জন্য নয়, রাষ্ট্রের পুনর্গঠনের জন্য এক দফা দেওয়া হয়েছিল। রাষ্ট্র সংস্কার বিএনপির দ্বারা সম্ভব নয়। আগে যেখানে আওয়ামী লীগ চাঁদাবাজি করতো, এখন বিএনপি করছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের এই সুযোগ কাজে লাগাতে হবে। যুব সমাজকে সামনের সারিতে থেকে লড়াই-সংগ্রাম করতে হবে।

হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ওলামায়ে কেরামের অনেক অবদান ছিল। মামলা-হামলায় ভয় উপেক্ষা করে আমরা ৬টি স্পটে মাদ্রাসার ছাত্ররা মাঠে ছিল। কিন্তু তাদের প্রতি নতুন বাংলাদেশে বৈষম্য করা হচ্ছে এখন।

যুবশক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন নতুন রাজনৈতিক প্রক্রিয়ার জন্য অপেক্ষা করেছি, সেই প্রক্রিয়া এখন শুরু হয়েছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে। এনসিপির ও আলেম সমাজকে একসঙ্গে লড়াই-সংগ্রাম করতে হবে।

তারিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলোর বর্ণনা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন আলেম সমাজের প্রতিনিধিরা। তারা জুলাই গণঅভ্যুত্থানে যুব আলেম, মাদ্রাসার ছাত্র ও আলেমদের প্রতি যথাযথ সম্মান দেখানো এবং তাদের আত্মত্যাগ মূল্যায়নের আহ্বান জানান।

এতে বক্তব্য রাখেন লেখক ফোরাম পরিষদের সভাপতি শেখ ওসমান গণি, ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইয়াহিয়া, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মুফতি মহিউদ্দিন রব্বানী, জাতীয় যুবশক্তির আলেম প্রতিনিধি মাওলানা ইদ্রিস হোসাইন, জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল প্রমুখ।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222