বিএনপি বৃহৎ দল, ছিদ্রপথে দুষ্কৃতিকারীরা ঢুকে পড়ে, আমরা সন্ত্রাসীদের শাস্তি চাই: রিজভী

by amirulislamluqman20@gmail.com

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ সোহাগ হত্যাকাণ্ডের ফায়দা লুটতে চাইছে কিছু রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১২ জুলাই) রাজধানীর উত্তরায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পাবনার সুজানগরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের সেদিন রাতেই তাদের বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

মিটফোর্ড হাসপাতালের সামনে যে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। অথচ কোন কোন রাজনৈতিক দল ওই ঘটনাকে রাজনৈতিক রং দেয়ার চেষ্টা করছে। এখানে দল কোথায় জড়িত? দলের নামধারী কেউ হতে পারে। এটা তো দলের পদ-পদবি নিয়ে সংঘর্ষ নয়, দলের মতাদর্শ নিয়ে ঝগড়াও নয়। ঝগড়া হয়েছে তাদের ব্যবসা নিয়ে-এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা শুনেছেন, ভাঙারি ব্যবসা নিয়ে এই ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে দল হিসেবে বিএনপি কোথায় জড়িত?

মিটফোর্ড হাসপাতালের সামনে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন. এই ঘটনার সত্য উদঘাটনের দায়িত্ব প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর। এ ঘটনায় বিএনপির অঙ্গসংগঠনের যাদের নাম পাওয়া গেছে, তাদের রাতেই (শুক্রবার) আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বিএনপি একটি বৃহৎ পরিবার- কোনও ছিদ্রপথে দু-একজন দুষ্কৃতিকারী ঢুকে পড়লে সবসময় তা বোঝা সম্ভব হয় না। তবে যদি দুষ্কৃতিকারীদের চিহ্নিত করা যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কার্পণ্য করেন না দল বা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রিজভী বলেন, যিনি নিহত হয়েছেন এবং যারা ঘাতক, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া চলছিল। এখন পট পরিবর্তন হয়েছে, ওয়ার্ড পর্যায়ের কেউ কেউ হয়তো ওই ব্যবসার সঙ্গে জড়িত, যা মহানগর বা কেন্দ্রীয় নেতারা জানেন না। রোড লেভেলের সবকিছু বোঝা যায় না। কিন্তু কোনও ধরনের অপকর্ম, সংঘাত বা মানুষ হত্যায় যারা জড়িত, তাদের কোনও ছাড় নেই। মাটির গভীরে থাকলেও সেখান থেকে ধরে এনে এমন দৃষ্টান্ত স্থাপন করুন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে।

তিনি আরও বলেন, দু-একটি রাজনৈতিক দল মিছিল করে বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। আমরা যদি শেখ হাসিনার মতো নিশ্চুপ থাকতাম, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতাম, তাদের বহিষ্কার না করতাম, তাহলে এক কথা ছিল। কিন্তু দল অবিলম্বে বিচার দাবি করেছে ও তীব্র নিন্দা জানিয়েছে। তাহলে আপনারা মিছিল করছেন কেন? মানে, রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা।

একটি রাজনৈতিক দলের অতীত কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমরা আপনাদের অতীত অপকর্ম ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি রাজশাহী বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কীভাবে পায়ের রগ কেটে দেয়া হয়েছিল, কীভাবে বাসের ভিতর থেকে ছাত্রদল নেতাকে ধরে বিনোদপুর গ্রামে হত্যা করা হয়েছিল। আপনাদের নৃশংসতা, ভয়াবহতা মানুষ ভুলে যায়নি। এখনও আপনাদের দেখলে মানুষ সেই উপাধিগুলোই দেয়। আর আপনারা এখন মিছিল করেন? বিএনপির ইতিবাচক দিকগুলো উপেক্ষা করে যারা ফায়দা লুটতে চান, তারা সফল হবেন না।

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222