আওয়ামীপন্থি শিক্ষকদের বিচারের দাবি ঢাবি সাদা দলের

by amirulislamluqman20@gmail.com

জুলাই গণঅভ্যুত্থানে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশদাতা শেখ হাসিনার বিচার এবং সেই সঙ্গে স্বৈরাচারী সরকারকে সহযোগিতা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকের বিচার দাবি করেছে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষক সংগঠন ‘ঢাবি সাদা দল’।

রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধন কর্মসূচিতে সংগঠনটির নেতা-কর্মীরা এ দাবি জানান।

বিজ্ঞাপন
banner

এসময় ‘হত্যার নির্দেশদাতা শেখ হাসিনা ও তার মদদপুষ্ট শিক্ষকদের বিচারের মাধ্যমেই প্রকৃত পরিবর্তন আসবে’- বলে মন্তব্য করেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

তিনি বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্রজনতার অভ্যুত্থান চলাকালে শেখ হাসিনা সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দেন, যা একটি ফাঁস হওয়া অডিও কল ও আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি’র সত্যতা যাচাইয়ের মাধ্যমে ইতোমধ্যেই প্রমাণিত। শুধু তাই নয়, সেই দমন-পীড়নের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক গণভবনে গিয়ে ফ্যাসিস্ট সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন। আজ তারা আবার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন। তখন কোথায় ছিল তাদের বিবেক?’

মানববন্ধনে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘খুনি হাসিনার নির্দেশেই নির্বিচারে গুলি চালানো হয়েছে। জাতিসংঘের তদন্ত রিপোর্টেও এ তথ্য উঠে এসেছে। এমনকি পার্শ্ববর্তী দেশ থেকে অডিও-ভিডিও বার্তা পাঠিয়ে এই স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন।’

তিনি অভিযোগ করেন, ৩ আগস্ট গণভবনে গিয়ে কিছু শিক্ষক শেখ হাসিনাকে সরাসরি গুলি চালানোর পরামর্শ দিয়েছেন। অথচ এতকিছুর পরও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। তিনি এই শিক্ষকদের দ্রুত অপসারণ ও বিচারের আওতায় আনার দাবি জানান।

সাদা দলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম সরকার বলেন, ‘যত দ্রুত শেখ হাসিনার বিচার হবে, তত দ্রুতই দেশ প্রকৃত সংস্কারের পথে এগোবে। তার দোসর—বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকের বিচারের মাধ্যমেই এই বিচার পূর্ণতা পাবে।’

কর্মসূচিতে নিজের বক্তব্যে সংগঠনটির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আল-আমিন বলেন, ‘যখন শিক্ষার্থীরা রক্তাক্ত হচ্ছিল, তখন বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক চুপ ছিলেন। বরং তারা সরকারের পক্ষে তথ্য সংগ্রহে নিয়োজিত ছিলেন। মাকসুদ কামালের বাসা সেই সময় ফ্যাসিস্টদের ‘অস্থায়ী দমন কেন্দ্র’ হিসেবে ব্যবহৃত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের হাতে থাকা তিনটি তালিকার একটি অনুযায়ী ৭৮ জন শিক্ষককে শিক্ষার্থীরা বয়কট করেছে। যাদের অনেকে আবার তথাকথিত সাধারণ শিক্ষকের নাম ব্যবহার করে নতুন প্ল্যাটফর্ম গঠনের চেষ্টা করছে—যা আসলে ফ্যাসিবাদকে পুনরুজ্জীবিত করার এক চক্রান্ত।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক ড. মহিউদ্দিন, মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ আজহারুল ইসলাম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনামূল হক, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, অধ্যাপক ড. নুরুল আমিন, অধ্যাপক এম এ কাওসার, অধ্যাপক আসাদ চৌধুরী, অধ্যাপক শাহ শামিমসহ শতাধিক শিক্ষক।

সাদা দলের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়, যেন খুনি হাসিনা ও তার মদদপুষ্ট সকল সহযোগী, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু করা হয়।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222