যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি আন্দোলন ‘ফিলিস্তিন অ্যাকশন’-কে নিষিদ্ধ সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার পর লন্ডন, ম্যানচেস্টার ও কার্ডিফে বিক্ষোভ থেকে ৭০ জনের বেশি অংশগ্রহণকারীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।
ব্রিটেনের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর তথ্যমতে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে সমর্থন জানানোর অভিযোগে ৪১ জনকে আটক করা হয়েছে, আর এক বিক্ষোভকারীকে পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগে আটক করা হয়েছে। ম্যানচেস্টারে একই ধরণের সমর্থনমূলক কর্মসূচি থেকে আরও ১৬ জনকে আটক করা হয়েছে।
বিবিসির তথ্যমতে, কার্ডিফ থেকে আটক করা হয়েছে ১৩ জনকে।
চলতি বছরের ৫ জুলাই ‘ফিলিস্তিন অ্যাকশন’কে যুক্তরাজ্যের নিষিদ্ধ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়।
এআইএল/