এই মুহূর্তে কোনো রাজনৈতিক পক্ষ নেওয়া উচিত নয়: মাওলানা মামুনুল হক

৩০০ আসনে প্রার্থী ঘোষণার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস

by Nur Alam Khan

নিজস্ব প্রতিবেদক >>>

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, এই মুহূর্তে বিবাদমান কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নিরঙ্কুশ অবস্থান নেওয়া দল বা জাতির জন্য উপযুক্ত নয়।

বিজ্ঞাপন
banner

শনিবার সকালে রাজধানীর পল্টন টাওয়ারের (ই.আর.এফ) মিলনায়তনে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় শাখার দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বাংলাদেশ বর্তমানে এক গভীর রাজনৈতিক ক্রান্তিকালে রয়েছে, যেখানে জাতি অনিশ্চয়তা ও বিভ্রান্তির মধ্যে দিন পার করছে। এই বাস্তবতায় আমাদের দল ও সহযোগী সংগঠনসমূহ অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে পরিস্থিতি বিশ্লেষণ করছে।”

আওয়ামী লীগকে দেশের একমাত্র ফ্যাসিবাদী শক্তি আখ্যা দিয়ে মামুনুল হক বলেন, “বর্তমানে দেশে একমাত্র প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি হলো জনগণের দ্বারা প্রত্যাখ্যাত ও বিতাড়িত ফ্যাসিবাদী আওয়ামী লীগ। এই পতিত ফ্যাসিবাদের বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তবে অন্যান্য রাজনৈতিক দল নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “অপরাপর দলগুলোর বিষয়ে আমরা এখনো কোনো চূড়ান্ত বন্ধুত্ব বা বৈরিতা ঘোষণা করছি না। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ইসলামী আদর্শ, জাতীয় স্বার্থ এবং দলের নীতিগত লক্ষ্যকে সামনে রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ।”

মাওলানা মামুনুল হক জানান, বাংলাদেশ খেলাফত মজলিস খুব শিগগিরই দেশের ৩০০টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করবে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো স্থানীয়ভাবে পরিচিত, গ্রহণযোগ্য ও যোগ্য নেতাদের সামনে আনা, যারা জনগণের সমস্যা বুঝে বাস্তবসম্মত সমাধান দিতে পারবেন।”

তিনি বলেন, “আমরা এখন স্থানীয় নেতৃত্বকে সংগঠিত করতে কাজ করছি। জাতীয় পরিস্থিতির আলোকে পরবর্তী সময়ের জন্য যথাযথ কৌশল নেওয়া হবে।”

সভায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালি, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, মজলিসে আমেলা সদস্য মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা মুহাম্মাদ আলী, ফাতীহ মুহাম্মদ সোলাইমান, মাওলানা শহীদুল ইসলামসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222