ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শনিবার (১২ জুলাই) রাত ১০টার দিকে সংগঠনের কেন্দ্রীয় কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) প্রার্থীদের নামের প্রাথমিক তালিকার অনুমোদন দিয়েছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক ও নির্বাচন বাস্তবায়ন কমিটির প্রশাসন সমন্বয়কারী এম আবু হানিফ নোমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে মাওলানা নেছার আহমদ আন-নাছিরী, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করিম, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ইসলামী আন্দোলনের জেলা উপদেষ্টা মুফতি জসিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমানকে প্রাথমিকভাবে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া -১ (নাসিরনগর), ব্রাহ্মণবাড়িয়া-৫ (বাঞ্ছারামপুর) আসনে প্রার্থীর নাম ঘোষণা হয়নি।
এনআর/