গাজায় ‘মানবিক শহর’ গণহত্যার আরেকটি রূপ: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী

by amirulislamluqman20@gmail.com

আমিরুল ইসলাম লুকমান >>

গাজায় ইসরায়েলি বাহিনীর পরিকল্পিত ‘মানবিক শহর’ প্রকল্পকে একপ্রকার কনসেন্ট্রেশন ক্যাম্প আখ্যা দিয়েছেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। তিনি বলেন, মানবিকতার মুখোশ পরে ফিলিস্তিনিদের জন্য এক শোষণমূলক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, যা আসলে একটি গণহত্যার রূপ।

বিজ্ঞাপন
banner

সোমবার (১৪ জুলাই) ডেইলি জং সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বর্তমান নেতানিয়াহু সরকারের তীব্র সমালোচনা করে এহুদ ওলমার্ট বলেন, ‘ফিলিস্তিনিদের জোরপূর্বক শিবিরে পাঠানো মানে জাতিগত নিধন চালানো।’

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযান আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে।

সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেন, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী যেভাবে গাজার ভূমিকে ‘পরিষ্কার’ করে সেখানে শিবির স্থাপনের কথা বলেছেন, সেটি সম্পূর্ণ অমানবিক এবং এর পেছনে ফিলিস্তিনিদের রক্ষা করার কোনো সদিচ্ছা নেই।

‘ইসরায়েল গাজা ও পশ্চিম তীরে ভয়াবহ যুদ্ধাপরাধ করছে। এসব তথাকথিত মানবিক শিবির আসলে সেই অপরাধকে আরও বিস্তৃত করবে, — বলেও মন্তব্য করেছেন ওলমার্ট।

এদিকে বিশেষজ্ঞদের মতে, ওলমার্টের এই বক্তব্য ইসরায়েলের অভ্যন্তরে বিরোধী কণ্ঠগুলোর মধ্যে অন্যতম স্পষ্ট ও কড়া অবস্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সূত্র: ডেইলি জং।

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222