বরিশালের দুটি আসনে লড়বেন মুফতি ফয়জুল করীম

by Nur Alam Khan

আগামী সংসদ নির্বাচনের জন্য বরিশালের ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর মধ্যে দুটি আসনে লড়বেন দলের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করীম।

রোববার (১৩ জুলাই) রাতে দলটির বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরিফ মুহা. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন
banner

দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে (শায়েখে চরমোনাই) বরিশাল-৫ (সদর) ও বাকেরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ৬ নম্বর আসনে এবং দলের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতী সৈয়দ এছাহাক মুহাম্মদ আবুল খায়েরকে বরিশাল-৪ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়া বরিশাল-১ আসনে মুহাম্মদ রাসেল সরদার মেহেদী, বরিশাল-২ আসনে সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ নেসার উদ্দীন এবং বরিশাল-৩ আসনে বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ভাইস প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলামকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

দলীয় মনোনয়ন চুড়ান্ত করতে দলটি গত কয়েক মাস যাবৎ বরিশালের সবগুলো উপজেলা সদরে দলীয় প্রতিনিধি সভা করেছে। দলটির একাধিক সূত্র জানিয়েছে, সভা-সমাবেশে দলের মাঠকর্মীদের মনোভাব মূল্যায়ন করেই বরিশালের ৬টি আসনে প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছে।

বরিশাল-৫ (সদর) আসনটিতে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের মনোনয়ন আগে থেকেই নিশ্চিত ছিল। তিনি এই আসনে আগেও প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া বরিশাল সিটি করপোরেশন নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এনআর/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222