পদযাত্রায় মানুষের ঢল দেখে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে: নাহিদ ইসলাম

by Nur Alam Khan

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা জেলায় জেলায় যখন পদযাত্রা শুরু করেছি, জোয়ারের মতো মানুষের ঢল নেমেছে, চারিদিকে যখন বাঁধভাঙা উচ্ছ্বাসের পদধ্বনি, তখন আমাদের বিরুদ্ধে শুরু হয়েছে নতুন করে ষড়যন্ত্র। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলেও এখনো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান আছে।

বিচার, সংস্কার, দেশ পুনর্গঠন, জুলাই সনদ বাস্তবায়ন ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করার দাবি নিয়ে আয়োজিত পদযাত্রা উপলক্ষে পটুয়াখালী শহরে এক সমাবেশে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

পটুয়াখালী জেলা এনসিপির সমন্বয়ক জহিরুল ইসলাম মুসার সভাপতিত্বে সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিনসহ অন্যরা বক্তব্য রাখেন।

নাহিদ অভিযোগ করে বলেন, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমলাতন্ত্রের সিস্টেমসহ বাংলাদেশের এস্টাবলিস্টমেন্টগুলো এ অভ্যুত্থানের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করছে। আমরা মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেম বদল করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছি; কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের সঙ্গে কোনো আপস নেই, ঐক্য নেই।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, এ বছরের আগস্ট হবে স্বৈরাচারের বাংলাদেশ মুক্ত ইতিহাস।

এর আগে দুপুরে সার্কিট হাউসের সামনে থেকে নিউমার্কেট মোড় হয়ে আনুষ্ঠানিকভাবে পদযাত্রা শুরু হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ শতাধিক কেন্দ্রীয় নেতার নেতৃত্বে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পদযাত্রাটি। তারা পদযাত্রা শেষে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

দিনব্যাপী কর্মসূচি শেষে বিকালে নেতারা বরগুনার উদ্দেশ্যে পটুয়াখালী ত্যাগ করেন।

এদিকে এ কর্মসূচি উপলক্ষে শহরজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শহরের প্রধান সড়কজুড়ে রঙিন ব্যানার, ফেস্টুন, তোরণ ও পতাকায় সেজেছে পুরো এলাকা।

এনআর/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222