পুরান ঢাকায় বিস্ফোরণে দগ্ধ শিশু আয়েশা মারা গেছে

by Nur Alam Khan

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরের কাগজি টোলা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ শিশু আয়েশা (১ বছর) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

সোমবার (১৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ৩টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়।

বিজ্ঞাপন
banner

তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী জাকির হোসেন জানান, সূত্রাপুরে কাগজিটোলা এলাকার একটি বাসার নিচ তলায় গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়। পরে আমরা তাদের উদ্ধার করে জাতীয় বার্নে নিলে কর্তব্যরত চিকিৎসক ভর্তি করেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা: শাওন বিন রহমান জানান, দগ্ধ পাঁচজনকে আমাদের এখানে নিয়ে আসে। এর মধ্যে দগ্ধ শিশু আয়েশা নিবিড় পরিচর্যা কেন্দ্রর (আইসিইউ) ১৬ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে ১০টার দিকে মারা যায়। তার শরীরে ৬৩ শতাংশ দগ্ধ ছিল।

তিনি আরো জানান, এই ঘটনায় আরো চারজন ভর্তি রয়েছে। ওই পরিবারের সদস্য রিপনের ৬০ শতাংশ দগ্ধ, রোকনের ৬০ শতাংশ দগ্ধ, তামিমের ৪২ শতাংশ দগ্ধ ও চাঁদনীর ৪৫ শতাংশ দগ্ধ। তাদের সবাই হাই ডিফেন্সিভ ইউনিটে (এইচডিইউ) ভর্তি রয়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

এনআর/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222