বিভিন্ন সংস্থায় এই বিষয়ে রেকর্ডপত্র ভিত্তিক পর্যান্ত তথ্য ও প্রমাণ সংগ্রহ করতে ইতোমধ্যে বিভিন্ন সংস্থায় পত্র পাঠানো হয়েছে।
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জোর পূর্বক জমি দখল, কমিশন গ্রহণসহ সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ায় প্রায় চার শ’ কোটি টাকা মূল্যের সম্পত্তি ক্রোক করেছে সিআইডি।
সংস্থাটির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৮ জুলাই ঢাকা মহানগর দায়রা জজ আদালত সম্পত্তি ক্রোকের আদেশ দেন।
মঙ্গলবার (১৫ জুলাই) সিআইডি সূত্র জানায়, গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে জমি দখল, কমিশন গ্রহণ, জাল-জালিয়াতি, প্রতারণা, হুন্ডি এবং আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েসের ও সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তার ক্রোক করা সম্পত্তির মধ্যে রয়েছে রূপগঞ্জের খাদুন এলাকার ৬৯টি দলিলের সর্বমোট ৪৮৭৯.৯২ শতাংশ জমি। এসবের দলিল মূল্য ১৬ কোটি ৫২ লাখ ৮৪ হাজার টাকা। এসব জমিতে তার গাজী টায়ার প্রতিষ্ঠানসহ বিভিন্ন অবকাঠামো রয়েছে। এর মূল্য প্রায় ৪০০ কোটি টাকা।
আরো জানায়, গোলাম দস্তগীর ক্রোককৃত সম্পত্তি ২০১৫ সালে থেকে ২০১৮ সালের মধ্যে অর্জন করেছেন।
গোলাম দস্তগীর গাজী ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ তার সংঘবদ্ধ অপরাধ চক্রের একাধিক ব্যক্তির বিরুদ্ধে সিআইডি, ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে মানিলন্ডারিং অনুসন্ধান চলমান রয়েছে। গাজী ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং একাধিক ব্যক্তির বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার সংক্রান্তেও একই শাখায় অনুসন্ধান চলমান রয়েছে এবং এই সংক্রান্তে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি মোতাবেক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিভিন্ন সংস্থায় এই বিষয়ে রেকর্ডপত্র ভিত্তিক পর্যান্ত তথ্য ও প্রমাণ সংগ্রহ করতে ইতোমধ্যে বিভিন্ন সংস্থায় পত্র পাঠানো হয়েছে।
এনআর/