গোপালগঞ্জে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর শান্তিপূর্ণ কর্মসূচিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি ইশরাক হোসেন।
তিনি আজ এক ফেসবুক পোস্টে বলেন, ‘গণতান্ত্রিক অধিকার চর্চার অংশ হিসেবে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে যেভাবে ছাত্রলীগ ও গণহত্যাকারী আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ করেছে এবং সরকারি গাড়িতে আগুন দিয়েছে—তা সম্পূর্ণ নিন্দনীয় ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।’
ইশরাক হোসেন বলেন, ‘এই সংকটময় মুহূর্তে গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সকল শক্তি, সংগঠন ও সমর্থকদের প্রতি আমার আহ্বান—আমরা যেন নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করি, একে অপরকে প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখি। আমাদের মূল শত্রু হলো সেই স্বৈরতান্ত্রিক, দানবীয় আওয়ামী গোষ্ঠী, যারা গণতন্ত্র ও স্বাধীনতার শত্রু। আজকের ঘটনাই আবারও প্রমাণ করেছে, কারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রকৃত শত্রু।’
তিনি বলেন, ‘ঐক্যবদ্ধ না হলে, আমাদের ভেতরের দুর্বলতা ও বিভাজনের সুযোগ নিয়ে পরাজিত ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠবে। এই সুযোগ আমরা দিতে পারি না। সবাইকে এখন দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।’
ইশরাক হোসেনের মতে, গোপালগঞ্জের এই সহিংসতা শুধু একটি রাজনৈতিক কর্মসূচিতে বাধা নয়, বরং তা গণঅভ্যুত্থানের বাস্তবায়ন ও রাষ্ট্রীয় পুনর্গঠনের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিরোধেরই ইঙ্গিত। তিনি সতর্ক করে বলেন, ‘আওয়ামী দানবকে রুখতে হলে বিভেদ নয়—প্রয়োজন দুর্বার ঐক্য ও সচেতন প্রতিরোধ।’
হাআমা/