নরসিংদীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

by Nur Alam Khan

বশির আহমদ মোল্লা

(নরসিংদী, জেলা প্রতিনিধি )

বিজ্ঞাপন
banner

তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি ও জামায়াতের অপ-রাজনীতির বিরুদ্ধে নরসিংদী জেলায় বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ এর নেতৃত্বে সমাবেশ ও বিক্ষোভ-মিছিল করেছে অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই ) বিকেলে নরসিংদী শহরের ভেলানগর তাহমিদ চত্বর থেকে শুরু করে মিছিলটি ডিসি রোড হয়ে সদর উপজেলা পরিষদের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।  বিক্ষোভ-মিছিল ও সমাবেশে জেলা যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন ও বক্তব্য রাখেন।

সমাবেশে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদল সহসভাপতি হাসিবুল হায়দার, জেলা বিএনপির  প্রচার সম্পাদক ইলিয়াছ আলী ভূইয়া,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোকারম হোসেন ভুইয়া, জেলা বিএনপির গণ শিক্ষা বিষয়ক সম্পাদক আ: রউফ ফকির রনি।

এবং আরও উপস্থিত ছিলেন জেলা যুবদল সহসভাপতি আনন্দ, সদর উপজেলা যুবদল সাধারন সম্পাদক  শামীম সরকার, নরসিংদী শহর যুবদল যুগ্ম আহবায়ক তৌকির আহমেদ, রায়পুরা উপজেলা যুবদল আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু ও সদস্য সচিব নুর আহম্মদ চৌধুরী মানিক,রায়পুরা পৌর যুবদল আহবায়ক সাইফুল আহমেদ সুহেল ও সদস্য সচিব সুমন নেওয়াজ  প্রমুখ।

সমাবেশে বক্তারা জামায়াতে ইসলামীর নেতাদের হুশিয়ারী করে বলেন, বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে কোন কটুক্তি করলে, যুবদলের নেতাকর্মীরা দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত। তাই বিএনপির বিরুদ্ধে অপ-রাজনীতির চেষ্টা থেকে বিরত থাকুন।

এনআর/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222