নারায়ণগঞ্জ-৫ আসনে রিকশা প্রতীকে লড়বেন আল আমিন রাকিব

by Nur Alam Khan

নিজস্ব প্রতিবেদক >>>

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকে দলীয় মনোনয়ন পেয়েছেন দলটির নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক আল আমিন রাকিব।

বিজ্ঞাপন
banner

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আল আমিন রাকিব দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন, দাওয়াতি কার্যক্রম এবং জনসেবামূলক রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত। মহানগর পর্যায়ে সাংগঠনিক দক্ষতা, ধর্মীয় চিন্তাশীলতা ও তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে দলটি তাকে গুরুত্বপূর্ণ এ আসনে মনোনয়ন দিয়েছে।

মনোনয়ন ঘোষণার পর নারায়ণগঞ্জ সদরে খেলাফত মজলিসের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ছড়িয়ে পড়ে। স্থানীয় এলাকায় পোস্টারিং, গণসংযোগ ও সামাজিক প্রচারণা শুরু হয়েছে।

দলের একজন কেন্দ্রীয় নেতা বলেন,

“আল আমিন রাকিব একজন পরিচ্ছন্ন ভাবধারার তরুণ আলেম ও সংগঠক। তিনি ইসলামি মূল্যবোধ ও জনগণের অধিকার রক্ষায় দৃঢ় অবস্থান রাখেন। নারায়ণগঞ্জ-৫ আসনে তার প্রার্থীতা নতুন রাজনীতির পথ খুলে দিতে পারে।”

অনেকে মনে করছেন, আল আমিন রাকিবের মতো তৃণমূল-ভিত্তিক নেতৃত্ব এ আসনে একটি উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি করবে।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222