বিএনপিকে খেপিয়ে কীভাবে মাঠে টিকে থাকবেন, জানি না: ইলিয়াস

by amirulislamluqman20@gmail.com

প্রবাসী সাহসী সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছেন, আওয়ামী লীগ দেশে নেই, তারপরেও তাদেরকে সামলাতে পারেন না; আর বিএনপিকে খেপিয়ে কীভাবে মাঠে টিকে থাকবেন, জানি না।

শনিবার (১৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
banner

ইলিয়াস হোসেন বলেন, ‘সমন্বয়ক সাহেবরা এতো চেতে গেলেন কেন? বিএনপির চাঁদাবাজি নিয়ে আমরাও বলছি, কিন্তু আপনারা জিয়াউর রহমান, খালেদা জিয়া কাউকে ছাড়ছেন না। ঘটনা কী?’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ দেশে নেই, তারপরেও তাদেরকে সামলাতে পারেন না; আর বিএনপিকে খেপিয়ে কীভাবে মাঠে টিকে থাকবেন, জানি না। তারপরেও দোয়া থাকলো এগিয়ে যান।’

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222