আমিরুল ইসলাম লুকমান >>
যুক্তরাজ্যের শেফিল্ড শহরের একটি মসজিদের বাইরে পরিকল্পিতভাবে বন্য ইঁদুর ছেড়ে দেওয়ার অভিযোগে ৬৬ বছর বয়সী এডমন্ড ফাউলার নামের এক ইসলামবিদ্বেষী বর্ণবাদী ব্যক্তিকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
শুক্রবার (১৮ জুলাই) ডেইলি ইসলামের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যমের তথ্যমতে জানা গেছে, এই ঘৃণ্য ঘটনা ঘটেছে শেফিল্ড গ্র্যান্ড মসজিদের সামনে। আদালত জানায়, মে ও জুন মাসের মধ্যে ফাউলার চারটি ভিন্ন ভিন্ন দিনে ইচ্ছাকৃতভাবে তার গাড়ি থেকে বন্য ইঁদুর বের করে মসজিদের চত্বরে ফেলার চেষ্টা করেন।
সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা যায়, ইসলামবিদ্বেষী ওই ব্যক্তি তার গাড়ি থেকে নেমে গাড়ির পেছন থেকে একটি খাঁচা বের করেন এবং ইঁদুরগুলো মসজিদের প্রাঙ্গণে ছেড়ে দেন।
আদালত এই কর্মকাণ্ডকে ‘জাতিগত বিদ্বেষমূলক হয়রানি’ হিসেবে উল্লেখ করেছে এবং তাকে চারটি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। শেফিল্ড ম্যাজিস্ট্রেট কোর্ট তার বিরুদ্ধে ১৮ মাসের কারাদণ্ড ঘোষণার পাশাপাশি রায় দেন যে, মুক্তি পাওয়ার পরও পরবর্তী ১৮ মাস কোনো মসজিদের কাছাকাছি যেতে পারবেন না তিনি।
এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। নেটিজেনরা একে ‘ইসলামবিদ্বেষ’, ‘লজ্জাজনক’, ‘বর্ণবাদের ঘৃণ্য রূপ’ এবং ‘মানবতার অবমাননা’ বলে অভিহিত করেছেন।
এ ঘটনার পর স্থানীয় পুলিশ প্রশাসন ও কমিউনিটি নেতারা মুসল্লিদের আশ্বস্ত করে বলেন, ‘এ ধরনের অপরাধ বরদাশত করা হবে না এবং মসজিদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।’
সূত্র: ডেইলি ইসলাম।
এআইএল/