রাস্তা অবরোধ করতে এসে জনতার ধাওয়ায় পালালো ছাত্রলীগ নেতারা

by amirulislamluqman20@gmail.com

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নশাসন মাঝিরহাট এলাকায় গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে অবরোধ করতে এসে স্থানীয়দের ধাওয়ায় পালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-শরীয়তপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

এ সংক্রান্ত একটি ভিডিও শরীয়তপুর জেলা ছাত্রলীগ ও বাংলাদেশ স্টুডেন্টস লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। যেখানে সড়কে আগুন জ্বালানো ও গাছ ফেলার দৃশ্য দেখা যায়। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ওই রাতে ১০-১২টি মোটরসাইকেল নিয়ে একটি দল মহড়া দেয় এবং মাঝিরহাট এলাকায় গাছ ও টায়ারে আগুন লাগিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। তারা শেখ হাসিনা, বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়ে হরতাল সফল করার আহ্বান জানায়।

নড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান হাওলাদার বলেন, ‘রাতের আঁধারে হঠাৎ একটি চক্র অবরোধ সৃষ্টি করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়াতে চেয়েছিল। আমরা নেতাকর্মী ও স্থানীয়দের নিয়ে তাদের প্রতিহত করি।’

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, ‘পলাতক ও নিষিদ্ধ সংগঠনের কিছু অংশ নিয়মিতই রাতে এমন ঝটিকা কর্মসূচি দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করছে। প্রশাসনের নিরব ভূমিকা হতাশাজনক।’

ঘটনার পর নড়িয়া ও পালং মডেল থানার পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, রাতের আঁধারে নিষিদ্ধ একটি সংগঠনের পক্ষে স্লোগান দিয়ে কিছু লোক সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা করেছিলেন। স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেছেন। আমরা গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। কারা ওই ঘটনা ঘটিয়েছেন, তা শনাক্তে কাজ করছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222