৬ দফা দাবিতে ঝিনাইদহ জেলা হেফাজতে ইসলামের সংবাদ সম্মেলন

by amirulislamluqman20@gmail.com

জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন ও ইসলামপন্থীদের বিরুদ্ধে ‘ভিত্তিহীন জঙ্গি অপবাদ’-এর প্রতিবাদসহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ঝিনাইদহ জেলা শাখা।

রোববার (২০ জুলাই) বেলা ১১টায় ঝিনাইদহ শহরের একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।

বিজ্ঞাপন
banner

জেলা সভাপতি মুফতি আরিফ বিল্লাহ কাসেমী লিখিত বক্তব্য পাঠ করেন। উপস্থিত ছিলেন সহ-সভাপতি শায়েখ যাকারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা যুবায়ের হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাজমুল ইসলাম, অর্থ সম্পাদক মুফতি ইলিয়াসসহ অন্য নেতারা।

হেফাজত নেতারা বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও ইসলামবিরোধী তৎপরতা চালাতে চায় পশ্চিমারা।’

তারা আরও দাবি করেন, ‘ভিত্তিহীন জঙ্গি’ নাটকের মাধ্যমে ধর্মপ্রাণ মানুষকে অপমান করা হচ্ছে, যা অবিলম্বে বন্ধ করতে হবে।’

৬ দফা দাবির মধ্যে রয়েছে:

১. জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন বন্ধ।

২. কথিত সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা ‘ভিত্তিহীন’ মামলার প্রত্যাহার।

৩. তাবলিগ জামাত ও ইসলামি আন্দোলনের ওপর নজরদারি বন্ধ।

৪. বিদেশি প্রভাবের বিরুদ্ধে সরকারি অবস্থান নিশ্চিত।

৫. ধর্মীয় মানুষদের বিরুদ্ধে ‘মিডিয়া প্রোপাগান্ডা’ বন্ধ।

৬. ধর্মীয় মূল্যবোধ রক্ষায় রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222