২৮ জুলাই ঢাকায় হেফাজতে ইসলামের গোলটেবিল বৈঠক

by hsnalmahmud@gmail.com

অন্তর্বর্তী সরকার ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশনের অফিস স্থাপন চুক্তিতে সই করায় করণীয় নির্ধারণের লক্ষে হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের শীর্ষ আলেম, রাজনৈতিক নেতৃবৃন্দ, নিরাপত্তা বিশ্লেষক, আইনজীবি, চিকিৎসক, সাংবাদিক, বুদ্ধিজীবি ও বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এক জরুরি গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে।

আগামী ২৮ জুলাই ২০২৫, সোমবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
banner

এ লক্ষে আজ রবিবার (২০ জুলাই, সকাল ৭ টায়) জামিয়া মাদানিয়া বারিধারায় অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আজীজুল হক ইসলামাবাদী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা মীর ইদ্রিস, প্রচার সম্পাদক মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী, ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, এবং দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদসহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222