“শান্তির নামে রক্তমাখা প্রহসন!”

নুর আলম সিদ্দিকী

by Nur Alam Khan

যার জন্য পুরো বিশ্ব আজ অশান্তিতে ভুগছে তাকেই দিতে চান নোবেল শান্তি পুরস্কার। কথাটি হাস্যকর হলেও সত্যি।

বিজ্ঞাপন
banner

গাজা উপত্যকায় যখন আগুনের লেলিহান শিখা, প্রতি মুহূর্তে ধসে পড়ছে ঘরবাড়ি, আর রক্তে ভাসছে শিশুর মৃতদেহ—ঠিক তখনই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটনে হাজির হয়ে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনয়নের সুপারিশ করলেন!

হ্যাঁ, ঠিকই শুনছেন! গাজায় ইসরায়েলের চালানো গণহত্যা ও আগ্রাসনের অন্যতম পৃষ্ঠপোষক—ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজেকে ‘শান্তির দূত’ দাবি করেন—তাকে এখন শান্তিতে নোবেল দেওয়ার প্রস্তুতি চলছে! ঘটনাটি ঘটেছে ৭ জুলাই, হোয়াইট হাউসে আয়োজিত এক আনুষ্ঠানিক নৈশভোজে।

সেখানে ট্রাম্পের হাতে মনোনয়নের সুপারিশপত্র তুলে দিয়ে নেতানিয়াহু বলেন,“তিনি একের পর এক দেশে শান্তি ফিরিয়েছেন। এই পুরস্কার তার প্রাপ্য।”

ট্রাম্পের প্রতিক্রিয়াও কম নাটকীয় নয়, তিনি বলেন,“বাহ! আমি তো জানতামই না! দারুণ লাগছে। এটা অত্যন্ত অর্থবহ।”

কিন্তু এই ‘অর্থবহ’ মুহূর্তই অনেকের চোখে পরিণত হয়েছে এক মর্মান্তিক উপহাসে।

কারণ, ট্রাম্পের প্রেসিডেন্সি পেরিয়েছে পাঁচ মাস, অথচ গাজা ও ইউক্রেন—দুই যুদ্ধই চলছে অব্যাহতভাবে। এর মধ্যে গাজায় মৃত্যুর মিছিল ছাড়িয়ে গেছে ৩৫ হাজারেরও বেশি!

বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, নেতানিয়াহু ও ট্রাম্পের এহেন আচরণ এখন ‘রাজনৈতিক ভাঁড়ামি’র চূড়ান্ত রূপ ধারণ করেছে।

একজন যুদ্ধপরাধে অভিযুক্ত নেতার কাছ থেকে শান্তির পুরস্কারের সুপারিশ পাওয়া সত্যিই এক ব্যঙ্গাত্মক পরিহাস।

অনেকে একে বলছেন—“নোবেল নয়, নাট্যদল পুরস্কার দিন!”

এর আগেও ট্রাম্প দাবি করেছিলেন, তিনি ভারত-পাকিস্তানের মধ্যস্থতা, সার্বিয়া-কসোভোর শান্তি এবং আব্রাহাম চুক্তির জন্য পুরস্কার প্রাপ্য।

এমনকি তিনি অভিযোগ করেন,“নোবেল কমিটি পক্ষপাতদুষ্ট, তারা আমাকে বারবার উপেক্ষা করেছে।”

যেখানে ফিলিস্তিনি শিশুদের রক্তে রঞ্জিত ভূমি, সেখানে ট্রাম্প-নেতানিয়াহুর মুখে “শান্তি” শব্দটা এক ধরনের নিষ্ঠুর কৌতুক।

বিশ্বব্যাপী মানুষ এখন প্রশ্ন করছে—নোবেল শান্তি পুরস্কার কি তবে রাজনৈতিক প্রচারণার হাতিয়ার হয়ে উঠেছে?

এই নাটক চলছেই—আর এই নাটকের মঞ্চে আজ সবচেয়ে অনুপস্থিত যে শব্দটি, তা হলো: মানবতা।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222