ছাত্রদলের ওয়াসিমের কবর জিয়ারতের মাধ্যমে শেষ হল এনসিপির পদযাত্রা

by amirulislamluqman20@gmail.com

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় ও চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতের মধ্য দিয়ে চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার পদযাত্রা শেষ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

সোমবার (২১ জুলাই) ভোর ৬টার দিকে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন তারা। ১০ মিনিটে কবর জিয়ারত শেষ করে আধাঘণ্টায় তারা পেকুয়া ছাড়েন।

বিজ্ঞাপন
banner

পেকুয়ার মেহেরনামা এলাকার আজিম সওদাগর জানান, ভোরের আলো ভালোভাবে তখনো ফুটেনি। ঠিক ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি বহরের মাঝে একটি গাড়ি যাচ্ছিল শহীদ ওয়াসিম আকরামের কবরের দিকে। আবার দশ মিনিট পর ফিরে আসে গাড়ি বহর। এমন দৃশ্য দেখে জানার কৌতুহল হলো কারা আসছিলেন। পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে নিশ্চিত হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ ইসলাম এসেছিলেন শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতে।

‎এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, এনসিপির নেতারা শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করে চলে গেছে। ওই সময় পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম এনসিপি নেতাদের সাথে ছিলেন।

তবে এ বিষয়ে কক্সবাজারের এনসিপি নেতাদের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222