মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা নেই। এটা রাখার কোনো পরিকল্পনাও সরকারের নেই।
সোমবার (২১ জুলাই) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রম নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের পুনর্বাসনে সরকার বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির আওতায় ফ্ল্যাট বা চাকরির কোটা দেয়ার বিষয়ও নেই। তবে তাদের পুনর্বাসনের কর্মসূচি আছে।
তিনি বলেন, আহতদের প্রশিক্ষণ দিয়ে, যার যার যোগ্যতা অনুযায়ী পুনর্বাসিত করা হবে। আত্মকর্মসংস্থানের জন্য যদি হাঁস-মুরগি বা পশু পালন করেন, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহায়তা করবে।
এআইএল/