মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় ইসলামি দলগুলোর শোক ও নিরাপদ আকাশসীমার দাবি

হাসান আল মাহমুদ

by hsnalmahmud@gmail.com

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই (F-7 BGI) মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনায় বহু শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং বিমান কর্মকর্তা হতাহত হয়েছেন।

এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় ইসলামপন্থী রাজনৈতিক দলসমূহ—বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, এবং খেলাফত মজলিস।

বিজ্ঞাপন
banner

দলগুলোর পক্ষ থেকে দেওয়া পৃথক বিবৃতিতে তারা দুর্ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নিরাপদ আকাশসীমা নির্ধারণ ও সামরিক উড্ডয়ন নীতিমালার সংস্কার দাবি জানান।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শোক

রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজসংলগ্ন এলাকায় বিমান বিধ্বস্ত হয়ে কয়েকজন শিক্ষার্থী ও সাধারণ মানুষের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ সোমবার (২১ জুলাই) গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় দলটির সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, ‘এই মর্মান্তিক ঘটনায় যারা শাহাদাত বরণ করেছেন, আমরা তাঁদের রূহের মাগফিরাত কামনা করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

নেতৃদ্বয় আহতদের উন্নত চিকিৎসার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং জমিয়তের পক্ষ থেকে রক্তদানসহ মানবিক সহায়তায় নেতাকর্মী ও জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ খেলাফত মজলিস: জাতি স্তব্ধ, নীতিমালা পুনর্মূল্যায়ন জরুরি

বাংলাদেশ খেলাফত মজলিস একাধিক বিবৃতিতে দুর্ঘটনার তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছে।
দলটির আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এভাবে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও ছাত্রছাত্রীদের আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মন্তুদ ও বেদনাদায়ক। গোটা জাতিকে এই দুর্ঘটনা স্তব্ধ করে দিয়েছে।’

তাঁরা এ ঘটনায় দ্রুত, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান এবং বলেন, ‘ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা না ঘটে, সে লক্ষ্যে বিমান চলাচল সংক্রান্ত নীতিমালা ও নিরাপত্তাব্যবস্থা পুনর্মূল্যায়ন করা এখন সময়ের দাবি।’

আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তাঁরা বলেন, ‘চিকিৎসায় যেন কোনো গাফিলতি না হয়, তা জাতির পক্ষ থেকেই অগ্রহণযোগ্য।’

নেতৃদ্বয় দলীয় নেতা-কর্মী ও দেশবাসীকে আহ্বান জানান, ‘আহতদের রক্তদানে এগিয়ে আসুন। ইসলামি মানবতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলে দুর্যোগে সহমর্মিতার হাত বাড়িয়ে দিন।’

খেলাফত মজলিসের শোক

খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদের আরও একটি বিবৃতিতে বলেন, ‘এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়।’

তাঁরা দাবি জানান, ‘ঝুঁকিপূর্ণ সামরিক কার্যক্রম রাজধানীর মতো জনবহুল এলাকা থেকে সরিয়ে ফেলতে হবে। সেইসাথে সামরিক খাতে বাজেট বাড়িয়ে সশস্ত্র বাহিনীকে যুগোপযোগী করতে হবে।’

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ: ‘সামরিক প্রশিক্ষণ উড্ডয়ন রাজধানীর জন্য বিপজ্জনক’

ঘটনার পর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে উত্তরা মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়ে একাধিক ব্যক্তির শাহাদাত ও বহু কোমলমতি শিক্ষার্থীর আহত হওয়ার খবর জানতে পেরেছি। আমরা শহীদদের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা ও পরিবারগুলোর জন্য ধৈর্যের দোয়া করছি।’

নেতৃদ্বয় জানান, ‘ইসলামী ছাত্র আন্দোলনের একটি প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক টিম তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে। ইশা ব্লাড ব্যাংক প্রস্তুত রয়েছে আহতদের রক্তের চাহিদা মেটাতে।’

তাঁরা আরও বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সামনে একটি বড় প্রশ্ন তোলে: জনবহুল রাজধানীর আকাশে সামরিক প্রশিক্ষণ উড্ডয়ন কতটা নিরাপদ?’

তাঁরা উদাহরণ দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্রের FAA, যুক্তরাজ্যের CAA বা জাপানের MLIT-এর মতো উন্নত বিশ্বে জনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের সামরিক ফ্লাইট নিষিদ্ধ বা কঠোরভাবে নিয়ন্ত্রিত। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে বিকল্প নির্জন প্রশিক্ষণ এলাকা নির্ধারণ করা এখন সময়ের দাবি।’

পরিশেষে নেতৃদ্বয় জোর দাবি জানান, ‘অবিলম্বে রাজধানীর আকাশ থেকে সামরিক প্রশিক্ষণ উড্ডয়ন বন্ধ করতে হবে এবং নিরাপদ আকাশসীমা নির্ধারণে কার্যকর নীতিমালা বাস্তবায়ন করতে হবে।’

প্রসঙ্গত,

বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিস ও আইএসপিআর সূত্রে জানা যায়, ঘটনাস্থলে একজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে এবং ২৬ জনের বেশি আহত অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের অধিকাংশই শিক্ষার্থী।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222