স্ত্রীসহ আলেশা মার্টের চেয়ারম্যানের ৪ বছরের কারাদণ্ড

by amirulislamluqman20@gmail.com

প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ও তার স্ত্রী সাদিয়া চৌধুরীর চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এ রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি তাদের ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

বিজ্ঞাপন
banner

২০২২ সালের ৪ আগস্ট মঞ্জুর আলম সিকদার ও সাদিয়া চৌধুরীকে আসামি করে আদালতে মামলা করেন ভুক্তভোগী আলাউদ্দিন হোসেন। গত বছরের ১৫ ডিসেম্বর এ মামলার চার্জগঠন করে বিচার শুরু হয়।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ২০২১ সালের ১৫ আগস্ট আলেশা মার্টে অফারমূল্য ৩ লাখ ২৪ হাজার ৪৮১ টাকায় তিনটি মোটরসাইকেল অর্ডার করি। কিন্তু যথা সময়ে পণ্য না আসায় টাকা ফেরত চাই। আসামি ২০২২ সালের ২১ এপ্রিলের একটি চেক দেন।

আসামির একাউন্টে টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়। পরে মামলার আসামিকে উকিল নোটিশ পাঠানো হয়। এরপরও টাকা পরিশোধ না হওয়ায় আদালতে মামলা করি।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222