আমিরুল ইসলাম লুকমান >>
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবং গাজার প্রতি সংহতি জানিয়ে মরক্কোর রাজধানী রাবাতে বিপুল জনগণ বিক্ষোভে অংশ নিয়েছেন। রবিবার (২০ জুলাই) আয়োজিত এই বিশাল র্যালিতে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনি পতাকা হাতে ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান জানান।
সোমবার (২১ জুলাই) এক্সপ্রেস নিউজ সূত্রে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, বিক্ষোভকারীরা গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, অবরোধ প্রত্যাহার এবং ত্রাণ সহায়তা নিশ্চিত করার দাবি জানান। র্যালি চলাকালীন তারা মরক্কো সরকারের প্রতি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার আহ্বানও জানান।
প্রতিবাদকারীদের মতে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখা ফিলিস্তিনিদের ওপর চলমান দমন-পীড়নের প্রতি নীরব সমর্থনের শামিল। তাই তারা মরক্কো সরকারকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিউইয়র্কের টাইমস স্কয়ার থেকে শুরু করে ইউরোপ ও আরব বিশ্বের বিভিন্ন শহরে এই আগ্রাসনের বিরুদ্ধে জনরোষ বাড়ছে।
সূত্র: এক্সপ্রেস নিউজ।
এআইএল/