রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী হতাহত হওয়ার ঘটনায় জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম ৩৬ নিউজ পরিবার গভীরভাবে শোকাহত।
দুর্বিষহ এ ট্র্যাজেডিকে কেন্দ্র করে ছএিশ নিউজের প্রকাশক আবু সায়েম খালেদ ও পরিচালক এইচ. এম. মুহিউদ্দিন খান এক শোকবার্তায় বলেন, ‘এই হৃদয়বিদারক দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। যারা পরিবারের সদস্য হারিয়েছেন, আল্লাহ তায়ালা তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন।’
তারা আরও জানান, দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়াতে ছএিশ নিউজের প্রতিনিধিরা হাসপাতালে উপস্থিত রয়েছেন এবং বার্ন ইউনিটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখছেন।
ছএিশ নিউজ কর্তৃপক্ষ দেশের এই দুঃসময়ে সংশ্লিষ্ট সকলকে একসাথে মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি এফ-৭বিজিআই প্রশিক্ষণ জেট বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর।
হাআমা/