তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে ঢাকায় অবস্থান করছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সফরে আসেননি নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, হাসান আলিরা। দেশ থেকেই উত্তরার বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এসব ক্রিকেটাররা।
এক বার্তায় নাসিম লিখেছেন, ‘বাংলাদেশের জন্য দুঃখজনক একটা দিন। এই দেশটি আমার হৃদয়ের খুব কাছের। এই ভয়াবহ ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলের প্রতি আমার গভীর সহানুভূতি ও দোয়া রইল। এই বাজে সময়ে আল্লাহ তাদের মনে শক্তি ও শান্তি দান করুক।’
শোক প্রকাশ করতে গিয়ে আফ্রিদি লিখেছেন, ‘মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা করছি। পরিবারগুলোর জন্য অলৌকিক কিছু এবং শক্তি ও সাহস কামনা করছি।’
শাদাব লিখেছেন, ‘বাংলাদেশের বিমান দুর্ঘটনার খবরটি অত্যন্ত মর্মান্তিক। নিহতদের ও তাদের পরিবারের প্রতি আমার দোয়া ও গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
হাসান আলি শোক করেছেন এভাবে, ‘এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমি মর্মাহত। অকালে এতো নিষ্পাপ প্রাণ চলে গেল। ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি আমার দোয়া রইল। আল্লাহ সবাইকে ধৈর্য ধারণের তৌফিক দান করুক। আহতদের সুস্থতা কামনা করছি।’
এআইএল/