সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ: শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে উত্তাল দেশ

by naymurbd1999@gmail.com

এইচএসসি পরীক্ষার আকস্মিক স্থগিতাদেশ ও সাম্প্রতিক মিলিটারি জেট বিধ্বস্তে হতাহত শিক্ষার্থীদের প্রকৃত তথ্য গোপনের প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ,কুমিল্লাসহ সারা দেশে শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছে। তারা শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরার এবং শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগ দাবি করছেন।

রাজধানীতে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, মিরপুর ও ধানমন্ডিসহ বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা দুপুরে রাস্তায় নেমে আসে। সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করে তারা মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে। তাদের স্লোগানে উঠে আসে—“গণবিরোধী শিক্ষা উপদেষ্টা, পদত্যাগ করো”, “রাতের অন্ধকারে পরীক্ষা বন্ধ, শিক্ষার্থীদের সঙ্গে ধোঁকা কেন?”

বিজ্ঞাপন
banner

এদিকে চট্টগ্রামে শিক্ষা বোর্ড ঘেরাও এবং শহরের ষোলোশহর এলাকায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে সড়ক অবরোধ করে। তারা দাবি তোলে—পরীক্ষা স্থগিতের নাটক ও সরকারের গাফিলতির দায়ে দায়ীদের অবিলম্বে অপসারণ করতে হবে।

তারা জানায়, বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ন্যায়বিচার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

অন্যদিকে ময়মনসিংহে বিক্ষোভ প্রতিবাদ গড়ে তোলে এবং গাঙ্গিনারপাড়া ট্রাফিক মোড় ও টাউনহল চত্বরে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি ও প্রতীকী গায়েবানা জানাজা পালন করে। তাদের বক্তব্য, বিমান দুর্ঘটনায় নিহতদের তথ্য গোপন, এবং পরীক্ষা স্থগিতের সময় প্রশাসনের দায়হীনতা স্পষ্ট হয়েছে।

এমনকি কুমিল্লায় পূবালী চত্বর থেকে মিছিল করে কুমিল্লা শিক্ষা বোর্ডের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। তারা কর্তৃপক্ষের বিরুদ্ধে “শিক্ষা ধ্বংসের ষড়যন্ত্র” চালানোর অভিযোগ তোলে এবং পরীক্ষার আগে এমন সিদ্ধান্তে “পরীক্ষার্থীদের মানসিকভাবে ভেঙে ফেলার অপচেষ্টা” মনে করছে।

শিক্ষার্থীরা সর্বত্র যে চারটি প্রধান দাবি জানাচ্ছে:

১. শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ

২. স্থগিত পরীক্ষার নির্দিষ্ট সময়সূচি ঘোষণা

৩. বিমান দুর্ঘটনার প্রকৃত তথ্য প্রকাশ

৪. শিক্ষানীতি সংস্কারে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা

শিক্ষার্থীরা জানিয়েছেন, রাত ৩টার দিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ। এ জন্য তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ চাচ্ছেন। ২৪ ঘণ্টার মধ্যে তারা পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এনআর/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222