ঢাকার আশুলিয়া এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র আন্দোলনে বিএনপি নেতা মামুন খন্দকার হত্যা মামলায় ধানমন্ডি জোনের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি ও জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২২ জুলাই) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন। এদিন কারাগার থেকে তাদের দু’জনকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান। এরপর তাদের জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তিনি।
আসামিদের পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি তাদের রিমান্ড বাতিল চেয়ে জামিনের প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধীতা করে রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলায় অভিযোগ করা হয়, ভিকটিম মামুন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়া বাইপাইল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেয়। এ সময় আসামিদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে পরে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৭ আগস্ট তার মৃত্যু হয়। ওই ঘটনায় গত ২২ আগস্ট ভিকটিমের স্ত্রী একটি হত্যা মামলা দায়ের করেন।
গত বছরের ২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আব্দুল্লাহ হিল কাফিকে আটক করা হয়।
গত বছরের ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সমালোচনা শুরু হলে আত্মগোপনে চলে যায় আরাফাত। পরে ১৩ সেপ্টেম্বর রাজধানীর আফতাবনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
এআইএল/