গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘পতিত স্বৈরাচার ও তার দোসররা বিভিন্ন ইস্যুতে সৃষ্টি হওয়া আন্দোলনকে পৃষ্ঠপোষকতা করে সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান করছি।’
আজ মঙ্গলবার (২২ জুলাই) এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেছেন।
ওই স্ট্যাটাসে ভিপি নুর বলেন, ‘গণ-অভ্যুত্থানের শরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। পতিত স্বৈরাচার ও তার দোসররা বিভিন্ন ইস্যুতে সৃষ্টি হওয়া আন্দোলনকে পৃষ্ঠপোষকতা করে সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যৌক্তিক ইস্যুতে নিয়মতান্ত্রিক প্রতিবাদ, আন্দোলন হবে, হওয়া দরকারও বটে। তবে যেকোনো ঘটনার অতিরিক্ত বা অতিরঞ্জনে খেয়াল রাখুন। গণ-অভ্যুত্থানের অংশীজনদের মনে রাখতে হবে, পতিত ফ্যাসিবাদ ফিরে আসতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তাদের হাতে আছে ১৬ বছরের লুটপাট ও বৈধ-অবৈধ উপায়ে অর্জিত বিপুল অর্থ এবং প্রতিবেশীসহ ফ্যাসিবাদকে সমর্থনকারী দেশি-বিদেশি বিভিন্ন গোষ্ঠী।
সুতরাং যেকোনো পরিস্থিতিতে চোখ-কান রাখুন, মনোযোগ দিন। হে আল্লাহ, আমাদের সবাইকে বিপদ-আপদ থেকে হেফাজত করুন, বাংলাদেশের ওপর আপনার খাস রহমত নাজিল করুন।’
এআইএল/